নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এই প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, নির্বাহী সদস্য মোঃ মহিবুল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা শরীফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ইউনিয়ন বিএনপি নেতা আজিজুর রহমান এবং যুবনেতা মিজানুর রহমান।