নিজস্ব প্রতিবেদক: মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পোদ্দারপাড়ায় ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের মধ্যে ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে গড়ে ওঠা এ নামযজ্ঞ বুধবার রাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হোসেন, কুলটিয়া বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, নেহালপুর বিএনপির সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, থানা বিএনপির সদস্য হরিচাঁদ মল্লিক ও রফিকুল ইসলাম।
এছাড়া যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।