প্রেসবিজ্ঞপ্তি: মণিরামপুরে পাঁচ শহিদের (কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলু)’র ৫৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে কর্মসূচি পালিত হয়েছে। চিনাটোলার হরিহর নদীর তীরে বধ্যভূমিতে শহিদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। শহীদদের জীবনীর ওপর আলোচনসভায় সভাপতিত্ব করেন শহিদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির মণিরামপুর উপজেলার আহবায়ক গাজী আব্দুল হামিদ, সঞ্চালনা করেন সদস্য শেখর বিশ্বাস, বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড তসলিম উর রহমান, বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি জেলার বর্ষিয়ান নেতা নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আসাদ স্মৃতি সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদূর রহমান ডেলটা, ২৪ শে ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান, বিপ্লবী নারী মুক্তি পরিষদের জেলা সদস্য জাহানারা মুক্ত, বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলার অন্যতম নেতা আহাদ আলী মুন্না, আসাদ স্মৃতি সংঘের দপ্তর সম্পাদক লাবু জোয়ারদার, জাতীয় কৃষক খেত মজুর সমিতির জেলার অন্যতম নেতা অনিল বিশ্বাস, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অন্যতম নেতা রাজু আহমেদ প্রমুখ।
এর আগে শহীদ সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শহীদ স্মৃতি রক্ষা কমিটির পক্ষে কমরেড নাজিমউদ্দিন, তসলিম উর রহমান, ওয়াহিদুর রহমান ডেল্টা, গাজী আব্দুল হামিদ, সাজেদ রহমান, রাশেদ খান, লাবু জোয়ারদার. বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এর পক্ষে সম্পাদক তসলিম উর রহমান, নাজিম উদ্দিন গাজী, আব্দুল হামিদ, বিপ্লবী যুব মৈত্রী পক্ষে সেখ আলাউদ্দিন, আহাদ আলী মুন্না, মামুনুর রশিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষে প্রদীপ বিশ্বাস, শিমুল মন্ডল, সায়েম, আবিদ, নাফিস প্রমুখ।
অপরদিকে, প্রয়াত বিপ্লবীদের মৃত্যুবার্ষিকীতে বিকেল ৪টায় যশোর দড়াটানা শহীদ চত্বরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রদলের জেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলিপ বিশ্বাস, বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি এ্যাডঃ আহাদ আলী লস্কর, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস। এর আগে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটি উদ্যোগে সকাল ১০টায় প্রয়াতদের সমাধিস্থল মণিরামপুরের চিনাটোলায় পুষ্পমাল্য অর্পন, শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। মণিরামপুরের শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।