বাঘারপাড়া প্রতিনিধি : শ্রমিকরাই এ দেশের প্রকৃত উন্নয়নের কারিগর এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনে মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বসুন্দিয়া ইউনিয়ন অডিটরিয়ামে ভ্যান শ্রমিকদের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের কলকারখানা থেকে শুরু করে মাঠের পরিশ্রমী হাত সবখানেই শ্রমিকরা উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকের ঘামেই এদেশের অর্থনীতি টিকে আছে। জনগণের সমর্থনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খান ও ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম খান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বসুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ। সভায় বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।