নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বক্তারা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।