শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদাণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসাননুজ্জামান অনুপম ও একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন-পরিকল্পনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
বক্তারা বলেন-শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। জিপিএ-৫ পাওয়া শুধু সাফল্যের স্বীকৃতি নয়, এটি আরও বড় লক্ষ্য অর্জনের প্রেরণা। শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।
সংবর্ধনা শেষে একই মঞ্চে উপজেলার ৮৬ জন গ্রাম পুলিশ ও ২৮ জন নারী-পুরুষ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এলাকার নিরাপত্তা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।