শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোবারক বেপারী (৫৬) নামে এক মাদককারবারি আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করে শার্শা থানা পুলিশ।
আটককৃত মোবারক বেপারী শার্শা থানার গোপিনাথপুুর (কাশিপুর) গ্রামের মৃত ইমান আলী বেপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলম, এএসআই মোঃ সিলন আলী ও এএসআই মোঃ জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানিয়েছেন, আটককৃত মোবারক বেপারীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ নভেম্বর এ থানায় অনুরূপ অপরাধে আরেকটি মাদক মামলা আছে বলে তিনি নিশ্চিত করেছেন।