শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, আইসিপি ও আন্দুলিয়া সংলগ্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে মালিকবিহীন এসব মালামাল জব্দ করেন।
বিজিবি জানায়, বিশেষ টহলদল অভিযানের সময় ভারতীয় শাড়ী, শাল-চাদর, চকলেট, খাদ্যসামগ্রী, ফুসকা ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৯ হাজার ৪৭০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান চক্র সক্রিয়। এসব অবৈধ কার্যক্রম দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। যার ফলে নিয়মিতভাবেই বিভিন্ন চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে।