শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে’ এসএসসি-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ১৮৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন।
শনিবার বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে শুধু শিক্ষার্থী নয়-তাদের প্রেরণাদাতা শিক্ষক-শিক্ষিকাদেরও ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দিয়ে সম্মানিত করে সমাজে শিক্ষার প্রতি এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুন এ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব লিটন।
‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম।
জানা যায়, শার্শা উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও গার্লস স্কুল এবং ৩৬টি মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ১৮৪ শিক্ষার্থীকে আলহাজ¦ নুরুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষবৃত্তি প্রদান করা হয়। একইসাথে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রদান করা হয় ফুল ও উপহার সামগ্রী।
এমন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ ও কৃতজ্ঞতার আবেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।