Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল স্থলবন্দরে অগ্নি প্রতিরোধে সচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

এখন সময়: বুধবার, ১২ নভেম্বর , ২০২৫, ০৬:১৬:৫৭ পিএম

 

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও আগুন নেভানোর কৌশল বিষয়ে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর শেডের সম্মুখে এ মহড়ার আয়োজন করা হয়।

বেনাপোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মহড়ার উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন। এতে বন্দরের বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক, সিকিউরিটি সদস্য, আনসার ও সংশ্লিষ্টদের অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের কার্যকর প্রশিক্ষণ দেয়া হয়।

বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা জানান, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে প্রতিদিন শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। ভারতীয় বাণিজ্যিক নগরী কলকাতা মাত্র ৮৬ কিলোমিটার দূরে হওয়ায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র এই বন্দর। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নি নিরাপত্তা জোরদার অত্যন্ত জরুরি।

এ বন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন বলেন, “ঢাকা বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পর আমরা বেনাপোলে আরও বাড়তি সতর্কতা গ্রহণ করেছি। বন্দরে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন ফায়ার ফাইটার সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। পাশাপাশি শ্রমিক, ট্রাকচালক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও অন্যান্য সংশ্লিষ্টদেরও নিয়মিত সতর্ক করা হচ্ছে।”

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী বলেন, “বন্দরে যাতে কোনো শ্রমিক বা আগন্তুক সিগারেট, দিয়াশলাই বা আগুনসৃষ্টিকারী কোনো বস্তু নিয়ে প্রবেশ না করতে পারে, সেজন্য আমরা সর্বদা নজরদারিতে রয়েছি। নিরাপদ ও অগ্নিমুক্ত বন্দর নিশ্চিতই আমাদের লক্ষ্য।”

বেনাপোল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) বায়েজিদ বোস্তামি বলেন, অগ্নি প্রতিকারকের চেয়ে প্রতিরক্ষা উত্তম এবং আজকের এই মহড়ায় যারা উপস্থিত ছিলেন তারা যেকোনো অগ্নিকান্ডের ঘটনাই-যেকোনো ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি।

অগ্নিনির্বাপণ মহড়ায় আরও উপস্থিত ছিলেন স্থলবন্দরের উপ-পরিচালক সজীব নাজির, রুহুল আমিন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহিন হোসেন। এছাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সিএন্ডএফ এজেন্টস, ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)