শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশে স্টপলিস্ট থাকায় দীপক কুমার বিশ্বাস (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। আটক দীপক কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্ট পাওয়া গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলা নম্বর-১০, তারিখ: ১০-১০-২০২৪, জিআর নম্বর-৩৯২। মামলাটি বিস্ফোরক আইন ১৯০৮ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ ধারায় দায়ের করা হয়েছিল।
পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) মানিক কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তার নামে একটি মামলা থাকায় তাকে মাগুরা সদর থানা পুলিশে দেয়া হবে।