শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সীমান্তে বিজিবির অভিযানে ৫০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) পৃথক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা ও গোগা বিওপি এলাকা থেকে এ চালান উদ্ধারকরেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপি এলাকায় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল এবং গোগা বিওপি এলাকায় পৃথক অভিযানে আরও ১১৮ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫০৭ বোতল। আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট শার্শা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”