প্রেসবিজ্ঞপ্তি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের নেটওয়ার্কিং জ্ঞান, তাদের প্রযুক্তিগত দক্ষতা ও শিক্ষার মান উন্নয়নে, প্রযুক্তি নির্ভর আধুনিক কম্পিউটার ল্যাবের সুবিধা, নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ-সুবিধা দেয়ার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সাথে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এর উপস্থিতিতে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুর ২টায় এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা সরাসরি বিডিরেনের সাথে যুক্ত হয়ে প্রযুক্তিগত আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণ লাভের সুযোগ পাবে। তারা নেটওয়ার্কিং সম্পর্কে বিস্তৃত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি লাভের মাধ্যমে নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে পারবে। বিডিরেন তাদের সকল সেবার পাশাপাশি সিএসই বিভাগের শিক্ষার্থীদের আধুনিক ল্যাবরেটরি ব্যবহারের সুবিধা প্রদান, নতুন ও উন্নত প্রযুক্তির বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির কর্মশালা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদানসহ যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। শিক্ষার্থীরা কম্পিউটার সিস্টেম, সার্ভার এবং ডিভাইসগুলির মধ্যে সংযোগ স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং সমস্যা সমাধান করার জ্ঞান ও ক্ষমতা অর্জন করে সেটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োগ করতে পারবে। প্রযুক্তি ও জ্ঞানের পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো দক্ষ ও গুণগতমানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সকলের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর গুণগতমানসম্মত সেবা নিশ্চিত করতে পারবে।
সিএসই বিভাগ ও বিডিরেনের সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন উক্ত সমঝোতা স্মারকের প্রধান সমন্বয়ক ও যবিপ্রবি কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের সভাপতি ড. মোঃ কামরুল ইসলাম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিডিরেনের সাথে সরাসরি সম্পর্কিত বিডিরেনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।