Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘আমরা দল গোছাই, আর অতিথি পাখিরা খেয়ে যায়’ : বিএনপি নেতা মনিরুল

এখন সময়: বুধবার, ১২ নভেম্বর , ২০২৫, ০৬:১৮:১৭ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়নের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন-বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্কুল শিক্ষক বিলাশ কুমারসহ বিভিন্ন পেশার মানুষ।

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমপি প্রার্থী মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি একব্যক্তি নড়াইল-২ আসনে বিএনপির জোট প্রার্থী। নড়াইলে আমরা দল গোছাই, আর অতিথি পাখিরা খেয়ে যায়। আপনারা তারেক রহমানের কাছে ফরিয়াদ জানান, নড়াইল-২ আসনে যদি জিততে হয়; তাহলে বিএনপির ধানের শীষের ত্যাগী ও নির্যাতিত নেতাকে দলীয় মনোনয়ন দেন। আমার থেকেও যদি কেউ ত্যাগী নেতা থাকেন, তাকে দলীয় মনোনয়ন দেন। আমরা নড়াইল-২ আসনে বিএনপির বিজয় দেখতে চাই। বিজয় মিছিলে যেতে চাই। এটা আমার শেষ নির্বাচন। আপনারা কী আমার সঙ্গে থাকবেন। আপনারা যদি থাকেন, আপনাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ব্যক্তি জীবনে আমার কোনো সন্তান নেই। আমি নিঃসন্তান স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বেঁচে আছি। তারেক রহমানের ডাকে চিকিৎসারত স্ত্রীকে ভারতে ফেলে চলে এসেছিলাম। এরপর আমার স্ত্রীর গর্ভপাত হয়ে যায়। এখন আমরা নিঃসন্তান।

দলীয় সূত্রে জানা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে বিএনপির এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনটিতে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

এদিকে, আসনটিতে বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। তিনি ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)