কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে চন্দনপুর ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হকের তত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান (মন্টু), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (মগু), সহ সভাপতি হানিফার রহমান,সহ সভাপতি কামরুল ইসলাম (খসরু) এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।