Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক সম্পাদক ইকবাল

এখন সময়: রবিবার, ১৪ ডিসেম্বর , ২০২৫, ১১:৪৩:৪২ এম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গদাইপুর ইউপির নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী নুর আলী ১৭৬ ভোট পেয়েছেন। আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে জগন্নাথ দেবনাথ ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ ফটবল প্রতিকে ১৯৮ ভোট পেয়েছেন। কোষাধাক্ষ পদে নারায়ণ দেবনাথ ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রার্থী আরিফ হোসেন ২২১ ভোট পেয়েছেন। সদস্য পদে মিজানুর রহমান ২৬৬ ভোট ও আহম্মাদ আলী ২০২ ভোটপেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামিম আজাদ লিটু ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)