পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৈৗধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী ও পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, আবুল হাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।