Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচিত হলে মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল

এখন সময়: রবিবার, ১৪ ডিসেম্বর , ২০২৫, ১১:৫২:২৫ এম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেন বলেছেন-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতায় আমি নির্বাচিত হলে চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নের মাধমে মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের দেয়া হবে যথাযথ সম্মান। বিশেষ করে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের দেয়া হবে যথাযথ সম্মান। তিনি উপজেলার কলেজ শিক্ষকসহ পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু ও প্রভাষক নাজমুল হক লিটনের যৌথ সঞ্চালনায় এ মতবিনিময় সভায় পেশাজীবীদের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ রানী, রাজগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, মশিয়াহাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাত হোসেন, এআর কলেজের অধ্যক্ষ মিলন ঘোষাল, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু, মনোহরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক দিল আফরোজ শিরিন, বিএম আব্দুল হালিম, বাবুল আকতার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, প্রবাসী শিল্পপতি আলী হোসেন প্রমুখ। পরে সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)