Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে মোটর শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে চেক বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ০৫:৫৮:৫১ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্র্যালারি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অবসরপ্রাপ্ত ট্রাকচালক সৈয়দ সিরাজুল ইসলামের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।এছাড়াও ইউনিয়নের মৃত সদস্য শেখ আক্তার হোসেন, আবজাল শেখ, ওমর হাওলাদার মনি, রেজওয়ান খান বাবু, শাহ আলম ও কতুব ড্রাইভারের পরিবারের সদস্যদের হাতে এককালীন ভাতার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক ট্রাক্টর ট্র্যালারি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক জিয়উর বহমান মোল্যা, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, মৃত ও অবসরপ্রাপ্ত ড্রাইভারদের জন্য ৩০ হাজার টাকা এবং হেলপারদের জন্য ১৫ হাজার টাকা করে এককালীন ভাতা প্রদান করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)