কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারুক হোসেন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগিতায় অংশগ্রহন করা শিক্ষার্থীরা। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।