প্রেসবিজ্ঞপ্তি : শনিবার কমিউনিস্ট বিপ্লবী নেতা শহীদ কমরেড শেখ আব্দুল (কবি)-এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রয়াতের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয়, যশোর জেলা, নড়াইল জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করেন। বিকাল সাড়ে ৩ টায় চাকই-মরিচা বাজারে স্মরণসভা শহীদ কমরেড শেখ আব্দুল হাই(কবি)-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল ইসলাম। সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা প্রকাশ দত্ত। বিশেষ বক্তা ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি কৃষকনেতা আহম্মত বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি শ্রমিকনেতা এ্যাড. আহাদ আলী লস্কার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাবু, কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা যুগ্ম-সম্পাদক সুকৃতি বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা দিলিপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকই-মরিচা বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মোল্ল্যা প্রখুন নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইন।