Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে মুক্তিযুদ্ধ সময়ের দুইটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

এখন সময়: সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, ১১:৫৪:২৫ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের বাড়িতে ঘর নির্মাণের জন্য মাটি খননের সময় গ্রেনেড দুটি পাওয়া যায়। স্থানীয় বাড়ি মালিক বাবু মিয়া জানান, মাটি খুঁড়ার সময় শ্রমিকরা মাটির নিচে মরিচা ধরা দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। পরে তারা বিষয়টি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। এরপর যৌথ বাহিনীর একটি টিম গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রাশিদুল ইসলাম বলেন, ‘বাবু শিকদার তার বাড়িতে নতুন ঘর নির্মাণ করছিলেন। মাটি কাটার সময় শ্রমিকরা দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করে।’ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার বিষখালী ও গাড়িয়ালা এলাকায় ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে সময় যুদ্ধরত কোনো এক পক্ষ গ্রেনেডগুলো মাটির নিচে পুঁতে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)