Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে যুবলীগের সাবেক সভাপতি শাহাদাৎ গ্রেফতার

এখন সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, ১১:৫৪:১৪ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের উপজেলা নির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে যৌথ বাহিনী উপজেলার দলিল লেখক সমিতির অফিস থেকে তাকে গ্রেফতার করেন। শাহাদাৎ হোসেন একজন নিয়মিত দলিল লেখক। কেশবপুর থানা পুলিশ সুত্রে জানাগেছে- গত সোমবার রাতে যৌথ বাহিনীর - অভিযানে সাবেক যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের মৃত আবুল কাশেম মোড়লের পুত্র শাহাদাৎ হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে এক অভিযানে তাকে পৌর শহরের হাসপাতাল সড়কের (পশু হাসপাতালের সামনে) ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র শিমুল (৩৬), মূলগ্রামের মৃত শ্যাম বল্লভের পুত্র কানায় লাল (৩৯) কে আটক করলেও এদের দুই জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। কেশবপুর থানার ডিউটি অফিসার এস আই জুয়েল দৈনিক স্পন্দনকে বলেন- শাহাদাত হোসেনকে একটি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)