Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, ১১:৪৯:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চৌগাছায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় তিনটি মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চৌগাছার পুড়াপাড়ার মিন্টু সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মিন্টুকে আটক ও তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মিন্টু এ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক রফিজা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা টেংগুরপুর কারিকরপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামছুন নাহার বেগমকে আটক করেন। তার স্বীকারোক্তিতে ঘর থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মহসিন ফকিরের স্ত্রী আটক শামছুন নাহার। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করেছেন রফিজা খাতুন। এ ছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তারিনিবাস গ্রামের পুল্লাদ আলী ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ১ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক পুল্লাদ আলীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেছেন। আটক পুল্লাদ মৃত ওমর আলীর ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)