চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নীতিমালা ভঙ্গ করে সার বিক্রির দায়ে আব্দুল হালিম মল্লিক (৫৫) নামে এক সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০১৮ এর ১২(৩) ধারায় উপজেলার সিংহঝুলী মল্লিকবাড়ির মল্লিক ট্রেডার্সের মালিক আব্দুল হালিম মল্লিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে মঙ্গলবার নীতিমালা বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে ওই ডিলারের দোকান থেকে ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলেও জানা গেছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদালতের পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন- সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেয়া নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যদি অতিরিক্ত দামে বা নীতিমালা লঙ্ঘন করে সার বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছ সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।