কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভাতে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন, বিগত দিনে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। কিন্তু এবারের নির্বাচন ব্যতিক্রম। সবার জন্যই থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড। ভোটের সুন্দর পরিবেশ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রার্থী আবু তালিব বলেন- জামায়াত কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। হিন্দু, মুসলিমসহ সকল ধর্ম বর্ণের মানুষের সাথে মিলে মিশে চলে। তিনি বলেন, দেশের মধ্যে একটা গোষ্ঠী এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি তার নির্বাচনী কর্মকাণ্ডে এখনো কোনো বাধা বা হুমকির শিকার হননি। তবে, আসনটির কিছু কেন্দ্রে সন্ত্রাসী অপতৎপরতা হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। আবু তালিব আরো বলেন-তিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে সাধারণ মানুষকে সাথে নিয়েই এলাকার উন্নয়নসহ নানান সমস্যা সমাধানে কাজ করবেন। এ জেলার ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের সংস্কার, স্বাস্থ্যসেবা, সড়ক উন্নয়ন ও মাদক প্রতিরোধে সব্বোর্চ গুরুত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ১১ দলীয় জোটের মধ্যে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী। প্রার্থী বিবেচনায় সবসময় জোটের সিদ্ধান্তই প্রাধান্য দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারী জেনারেল মাওলানা লুৎফর রহমান, মিডিয়া পরিচালক ইকবাল হুসাইন ও কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান প্রমুখ।