Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভোটারদের হুমকি দিলেই ব্যবস্থা : ডিসি, যশোর

এখন সময়: রবিবার, ২৫ জানুয়ারি , ২০২৬, ০৯:০০:৩২ পিএম

চৌগাছা প্রতিনিধি : ভোটারদের হুমকি দিলেই কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন-দীর্ঘদিন পর দেশে প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে যারাই ডিস্টার্ব করবে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না, সে যেই হোক না কেন। বৃহস্পতিবার চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেলা ১২ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। প্রধান অতিথি ডিসি আরো বলেন- সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। জুলাই আন্দোলনে হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমারা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সে কারণে আবারো কোন ফ্যাসিবাদ যেন জন্ম হতে না তার জন্য গণভোটের ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন- যারা মানুষকে ভোটদানে বিরত রাখতে চাই তারা মূলত ফ্যাসিবাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমরা কোন অবস্থাতেই ফ্যাসিবাদের জন্ম হতে দিবোনা। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটের আয়োজন করেছে সরকার। তিনি বলেন সরকারের গোয়েন্দা বিভাগ ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা রুখে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক সবার কথা ধৈর্যসহকারে শুনে চৌগাছার বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নে ভূমিকা রাখারও আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, সাংবাদিক এমএ রহিম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)