শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । এ সময় নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে ওই পরিবার দাবি করেছে। ১৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল-রায়েন্দা গ্রামে লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বাসিন্দা লাল মিয়া হাওলাদার (৬৮) পেশাগত কাজে ৩/৪ দিন আগে সুন্দরবনে যায়। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী রাহেলা বেগম (৬০) একাই ওই রাতে বাড়িতে ছিলেন। রাত সাড়ে এগারোটার টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখতে পায়। এ সময় ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করতে শুরু করলে ততক্ষণে আগুন তার বসতঘরের লেগে যায়। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করায় আগুন নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যায়। পরে শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে রাহেলা বেগমের ঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে রাহেলা বেগম বলেন, তার দুই ছেলে বিদেশে থাকে তিন ছেলে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করে তাদের পাঠানো নগদ পাঁচ লাখ টাকা, ছেলের স্ত্রীদের স্বর্ণ, মেয়ের বাড়িতে পাঠানোর জন্য কেনা আসবাবপত্র, ফ্রিজ এবং ঘরে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন আগুন আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। তবে রান্নাঘরে কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারেন না। ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশন কর্মকর্তা আফতাবী আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা পৌঁছানোর আগেই পুরো ঘরে আগুন লাগায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।