চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লেগে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৪টার দিকে চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের বড় খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানটি স্থানীয় বাসিন্দা মাসুদ রানার (৩৫)। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দোকানের কাঠের আসবাব ও মালামাল পুড়ে গিয়ে আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও উপস্থিত স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় চৌগাছা থানাকে অবহিত করা হয়েছে। থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।