Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ১২:৪৯:৫৪ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার পল্লীতে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে ১ সন্তানের জননী ছালমা খাতুন (৩২)। সন্তানকে রেখে নিখোঁজ হওয়ার ঘটনায় দেবহাটা থানায় জিডি করেছেন নিখোঁজ পুত্রবধুর শ্বশুর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে আবুল হোসেন। আবুল হোসেনের ছেলে ইসরাঈল ইসলাম (৩৫) এর সাথে কালীগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের ফজর আলী গাজীর মেয়ে ছালমা খাতুন (৩২) এর ১৪ বছর পূর্বে বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের ১১ বছর বয়সের আসাদুজ্জামান নামে একটি পুত্র সন্তান আছে। ছেলেটি চাঁদপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করে। সাংসারিক প্রয়োজনে আবুল হোসেন ও তার ছেলে ইসরাঈল ঢাকায় রিক্সা চালানোর কাজ করে। ঘটনার দিন ৮ জানুয়ারি সকালে আবুল হোসেনের স্ত্রী ধান ক্ষেতে পাতা উঠানোর জন্য যায় আর ছেলের সন্তানটি স্কুলে যায়। এই সুযোগে তার ছেলের বউ ছালমা খাতুন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে তারা বিষয়টি জানতে পেরে ছেলের শ্বশুর বাড়িসহ আত্মীয় স্বজনদের নিকট অনেক খোঁজাখুঁজি করেও ছালমার কোনো খোঁজ পাননি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)