Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০২:১৭:১৪ এম

মাগুরা প্রতিনিধি : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ শ্লোগান নিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক শনিবার সকাল ১০ টায় শহরের সৈয়দ আতর আলী রোডে প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্ট হল রুম অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মাগুরা জেলা শাখা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম,মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট অমিত মিত্র, মাগুরা জেলার ইতিহাস গবেষক ডাঃ তাসুকুজ্জামান, জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল,শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ ভাবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)