Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০২:১৮:০১ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা স্টেডিয়ামে রোববার সকাল থেকেই এক উৎসবমুখর পরিবেশ। মাঘের শীত উপেক্ষা করেই স্থানীয় ও আশপাশের জেলা থেকে আসা কোচ ও ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্টেডিয়াম প্রাঙ্গণ। উপলক্ষ-তিন দিনব্যাপী ‘বেসিক ক্রিকেট কোচিং ট্রেনিং প্রোগ্রাম’। রোববার সকাল সাড়ে ৯টায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আদলে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের মানোন্নয়ন ও আধুনিক কলাকৌশল ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এই বিশেষ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির বিভাগীয় কোচ এস এম মনোয়ার আলী মনু। প্রথম দিনের সেশনে তিনি আধুনিক ক্রিকেটের ব্যাটিং দক্ষতার পাশাপাশি কোচদের দায়িত্ব ও ভূমিকার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস করান। পরবর্তী সেশন হবে ২২ ও ২৫ জানুয়ারি। প্রশিক্ষণে মাগুরা ছাড়াও ঝিনাইদহ, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে আসা কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ২ জন নারীসহ মোট ২২ জন প্রশিক্ষণার্থী এই নিবিড় পাঠে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ক্যাম্পের সমন্বয় করছেন বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী আশিক রহমান। মাগুরা জেলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাত বলেন, ‘তৃণমূল ক্রিকেটে নতুন গতি সঞ্চার করতেই এই প্রশিক্ষণের আয়োজন। আমরা আশাকরি যারা এই ক্যাম্পে অংশ নিয়েছেন এখান থেকে অর্জন করা দক্ষতা তারা নিজ নিজ এলাকায় খুদে ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দেবেন। তিন দিনের এই নিবিড় পাঠ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে’।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)