Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ০১:১০:২২ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। প্রত্যক্ষদশী সূত্রে জানায়, বাঁশ কাঠ ও টিন দিয়ে নির্মিত পাশাপাশি দুটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছিল চটের বস্তা ও পুরানো কাগজের দোকান অপরটি ফুসকা চটপটির দোকান। রাতে ব্যবসা প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকা অবস্থায় আশপাশের লোকজন চটের বস্তা ও পুরানো কাগজের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠান দুটি ভস্মীভূত হয়ে যায়। এ সময় পুরো শহর বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে। কোটচাঁদপুর ও মহেশপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হাসেম জানান, কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে তাদেরকে বেগ পেতে হয়েছে। তিনি বলেন-ব্যবসা প্রতিষ্ঠান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার মত হতে পারে। এসময় পুলিশ ও সেনাবাহিনী ফায়ার সার্ভিস কর্মীদের কাজের সহায়তা করেন। চটের বস্তা ও পুরানো কাগজের দোকান মালিক তৌহিদ অভিযোগ করেন- পরিকল্পিতভাবে আমাদের দোকান পুড়িয়ে দেয়া হয়েছে। গত দু’বছর আগেও একইভাবে রাতে আমার দোকানে আগুন ধরিয়ে দিলে পাশাপাশি চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই বিচার প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দিলেও তার প্রতিকার পাইনি। চটপটি ও ফুসকা দোকানদার সাজ্জাদ হোসেন বলেন- গত দু’বছরে দুইবার আগুন লেগেছে এখানে। কিভাবে আগুন লেগেছে জানিনা। এবার আমি নিঃস্ব হয়ে গেছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)