কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের মধ্যকুল এলাকায় ইসলামি আন্দোলন অফিস কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যশোর জেলা শাখার মুজাহিদ কমিটির সেক্রেটারি শাহাবুদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ বাঁশীর, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, হামিদ, হালিম, মুরাদ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নান।