Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ০১:০৮:২৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা এএইচএম আব্দুল আলীম। সভা পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাহমুদ বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর বিএনপি নেতা বাবুল আক্তারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দলের নির্দেশনা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন-দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)