মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী আলহাজ্ব হজরত মাওলানা মো. ওমর ফারুক নুরী। সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ, উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা মো. গোলাম আহাদ, ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন জেলা দাওয়া বিষয়ক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।