Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০২:১৭:৫০ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরা ও রাজবাড়ি জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমূখ। গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিন এ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। এ প্রশিক্ষণ গণভোট, নির্বাচন কমিশনের গঠন কার্যবলি দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২, নির্বাচনী ব্যবস্থার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং নির্বাচনকালে গণমাধ্যমকর্মীর শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোকপাত করা হয়। এ প্রশিক্ষণে মাগুরা ও রাজবাড়ী জেলার ৫০ জন সাংবাদিক অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)