Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আচরণবিধি লঙ্ঘন : মণিরামপুরে দুই প্রার্থীকে ২ লাখ ৩০ হাজার জরিমানা

এখন সময়: রবিবার, ২৫ জানুয়ারি , ২০২৬, ০৫:৩৫:২১ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : প্রচারণার প্রথম দিন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীর কাছ থেকে দুই লাখ ৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার যশোর-৫ মণিরামপুর আসনে জামায়াতের ইসলামী বাংলাদেশের মনোনীত অ্যাড. গাজী এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের পক্ষে গণমিছিল বের হয়। এ সময় দুই প্রার্থীর গণমিছিলের কারণে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। গণমিছিল চলাকালিন সময় শেষের দিকে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ন আমিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। জানাযায়, গেলো বুধবার ছিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন। বৃহস্পতিবার প্রচার-প্রচারণার প্রথম দিন বিকেল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে পৌরশহরে গণমিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এ সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কে (পৌরশহর) তীব্র যানজটের সৃষ্টি হয়। এই মিছিল শেষ হলেই জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত অ্যাড. গাজী এনামুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল বের হয়। এই মিছিলেও কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এতে মহাসড়কে যানজট আরও তীব্র হয়। এক পর্যায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মণিরামপুরের এসিল্যান্ড মাহিন দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাড. গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মণিরামপুরের এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিন জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্র্র্থীকে জরিমানা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)