মণিরামপুর (যশোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথমদিনেই যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মুহাম্মদ ইকাবাল হোসেনের কলস প্রতীকের প্রচারনায় রেকর্ড সৃষ্টি করেছে মণিরামপুরের সাধারণ জনগণ। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে প্রচারণার প্রথমদিনেই মণিরামপুর পৌরশহরে পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান ফারুকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোস স্বর, এ,কে আজাদ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, পৌর বিএনপিনেতা মোনায়েম হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলনেতা অলোক দে, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামানসহ প্রমুখ। পথসভার স্থলে যোগ দিতে নেতাকর্মীরা দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজার-হাজার কর্মী-সমর্থকেরা স্ব-উদ্যোগে খন্ড খন্ড মিছিল সহকারে পৌরশহরে জড় হতে শুরু করে। শেষ বিকেলে মণিরামপুর পৌরশহর পরিণত হয় মিছিল আর জনতার শহর। সবার মুখে একই স্লোগান শহীদ ইকবাল ও কলস প্রতীকের। পৌরশহর কলস প্রতীকের মুর্হুর্মুহু একটি আবেগঘন নির্বাচনি মিছিলে পরিণত হয়। মিছিলটি মণিরামপুর পৌরশহরের গরুহাটা মোড় থেকে শুরু হয়ে ফায়ারসার্ভিস মোড় শেষ হবার কথা থাকলেও সাধারণ ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে মিছিলটি নিদিষ্ট স্থানে শেষ করা যায়নি।এ প্রচারের মাধ্যমে সমর্থকদের উদ্দীপনা ছড়িয়ে পড়বে সাধারণ ভোটাদের মধ্যে ও প্রত্যেক ভোটারের দোরগোড়ায় পৌছে যাবে কলস প্রতীকের শুভেচ্ছা বলে জানিয়েছেন শহীদ ইকবালের সমর্থকেরা।