Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা

এখন সময়: সোমবার, ২৬ জানুয়ারি , ২০২৬, ০১:৫৯:৫২ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গণভোট বিষয়ে ‘ইতোমধ্যে গৃহীত প্রচার প্রচারণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী ২৫ জানুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, ছাত্র প্রতিনিধি মো. এনামুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, সকল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ও সকল সংরক্ষিত নারী ইউপি সদস্যবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)