ঝিনাইদহ প্রতিনিধি: ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রোববার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর সহযোগীতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে একটি র?্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা.কামরুজ্জামান, সদর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিথিলা ইসলাম, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডা: মালিহা সুলতানা, দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল খুলনা রিজিওনের মেডিকেল অফিসার ডা: জ্যাকুলিন রোজ হাজরা, উই এর পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন- কুষ্ঠরোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হলেও সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে এখনও অনেক রোগী চিকিৎসা নিতে পিছিয়ে থাকেন। কুষ্ঠরোগীদের প্রতি বৈষম্য পরিহার করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করলে এ রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।