ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বারি মসুর-৮ উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে কৃষকের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন গেইন। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) মনিটরিং উপপরিচালক ড. মোঃ আবু জাফর আল মুনসুর প্রমুখ।