নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় গত এক বছরে গ্রাম আদালতে ৩ হাজার ৩৫০ টি মামলা নিষ্পত্তি হয়েছে । এর মধ্যে নিস্পত্তিকৃত মামলার মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৩ হাজার ৭২ টি মামলার এবং ক্ষতিপূরণের আদায়কৃত ৫ কোটি ২৫ লাখ ২০ হাজার ৮২০ টাকা ক্ষতিগ্রস্ত পক্ষকে দেয়া হয়েছে। গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়ক অ্যাডভোকেট মহিতোষ রায় এ তথ্য জানান। তার দেয়া তথ্যানুযায়ী, বিগত বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক বছরে যশোর জেলার ৮ উপজেলার ৯৩ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা দা?য়ের হয় ৩ হাজার ২৩১ টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ২ হাজার ৮৭৭ টি এবং জেলা আদালত থেকে পাঠানো হয় ৩৫৪টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১ হাজার ৫৮৯টি ও ফৌজদারি মামলা ১ হাজার ৬৪২টি। দায়েরকৃত মামলার মধ্যে আবেদনকারী পুরুষ ২ হাজার ৯৩, হার ৬৪ দশমিকব ৭৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৩৮ (হার ৩৫ দশমিক ২২ শতাংশ) । এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ হাজার ৩৫০টি (এর হার ১০৩ দশমিক ৬৮ শতংশ)। নিস্পত্তিকৃত মামলার মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৩ হাজার ৭২ টি মামলা এবং মোট ক্ষতিপূরণ আদায় ৫ কোটি ২৫ পাঁচ ৮২০ টাকা। ক্ষতিপূরণের আদায়কৃত টাকা ক্ষতিগ্রস্ত পক্ষকে দেয়া হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে গড়ে একটি মামলা নিস্পত্তিতে সময় লেগেছে মাত্র ১০ দিন।