নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ খবির গাজী দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি রূপদিয়া, রামনগর, বসুন্দিয়া, রাজারহাট, মুড়লি ও বকচর এলাকায় ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে প্রার্থীর সাথে জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ?গণসংযোগের শুরুতে সকালে রূপদিয়া বাজার ও রামানগর এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন খবির গাজী। রাজারহাট ও বসুন্দিয়া এবং রাজারহাট মোড়ে পথসভা করেন তিনি। গণসংযোগে সাথে ছিলেন যশোর জিলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, এডভোকেট জিএম মুসা, রামনগর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহীন এবং রামনগর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ।