Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মহাকবি মাইকেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান

এখন সময়: সোমবার, ২৬ জানুয়ারি , ২০২৬, ০৫:৫০:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকীতে যশোরে সাংস্কৃতিক সংগঠন সমুহের ব্যানারে পালিত হয়েছে কর্মসূচি। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মসূচির মধ্যে ছিল কবির উপর আলোচনা, নাটক, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক অরুণ মজুমদার ও সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় মহাকবি রচিত নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’। নাটক টি নির্দেশনা দিয়েছেন সানোয়ার আলম খান দুলু। নাটক শেষে কবিতা আবৃত্তি আর সংগীতানুষ্ঠান। জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন মহাভাগ কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা সংগীত। সব মিলিয়ে দুই ঘন্টার এ অনুষ্ঠানটি উপভোগ করেছে বিপুল সংখ্যক দর্শক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)