রূপসায় শিয়ালীতে খাল খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৫:৪৭:১০ পিএম

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালীতে সরকারি খাল বন্ধ করে সেখানে পাকা ইমারাত করার প্রতিবাদে ফুসে উঠেছে শিয়ালী গ্রামবাসী। দীর্ঘদিন পর হলেও গতকাল সোমবার গ্রামের হাজার হাজার মানুষ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩ কিলোমিটার মানববন্ধন করে খাল খননের দাবি জানায়। 

সম্প্রতি সরকারের নদী খননের অংশ হিসেবে রূপসা উপজেলার ৫৪ টি খালের মধ্যে ৫৩ টি খাল খনন করা হলেও প্রভাবশালী মহল কর্তৃপক্ষকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে একমাত্র শিয়ালী খালটি খননের প্রক্রিয়া থেকে বাদ রাখে বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। গ্রামবাসী নানা জায়গায় ধর্না ধরেও কোনো উপায় না পেয়ে অবশেষে শিয়ালী বাজার এলাকায় মানববন্ধন ও সমাবেশের ডাক দেয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী। বক্তৃতা করেন রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, অধ্যাপক উত্তম কুমার বিশ^াস, মৃন্ময় ধর, নিপুল ধর, সনৎ কুমার বালা, দিবাংসু মালাকার মনি, চিন্ময় ধর, সুজিত রায়,  নিতাই বালা, পরিমল ধর, সুধাময় মালাকার, শিশির গোলদার, নিতিশ মালাকার, মিরন গোলদার, আকুল চন্দ্র থানী, ছোটবুড়ো ধর, নিহার তরফদার, বিজন মালাকার, অসিম কুমার ধর, গোবিন্দ বৈরাগী, বিনোদিনী পাল, নরেশ গোলদার, অজিত হালদার, মহিত বিশ^াস, প্রান্ত বিশ^াস, বাসুদেব মহলী, পিনাক বিশ^াস প্রমুখ।