অবশেষে ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০১:২৪:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী-আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।
২০০১ সালের ২ এপ্রিল ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল। তিনি ১৩ মে দায়িত্ব গ্রহণ করেন। এরপর পৌরসভার সীমানা বৃদ্ধি মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে ছিলো যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। পৌরসভা হিসেবে উন্নীত হওয়ার প্রথম নির্বাচনের পর সীমানা সংক্রান্ত জটিলতায় এ পৌরসভায় আর নির্বাচন হয়নি। ২০০৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত করে হাইকোর্ট।  ফলে ভোট না হওয়ায় ২১ বছর ধরেই মেয়রের দায়িত্ব পালন করছেন মোস্তফা আনোয়ার পাশা জামাল।