বীর মুক্তিযোদ্ধা শেখ জলিলের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৩৮:০০ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার মাগরিব বাদ রামপাল সদরের চিতলী এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঐ দিন সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার বিকালে রামপাল সদরের মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পুর্বে মরহুম শেখ জলিলের কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। এরপর গার্ড অব অনার প্রদান করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন। এ সময় পুলিশ বাহিনীর একটি দল করুণ সুরে বিউগল বাজাতে থাকে। পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দিন আহম্মেদ। এরপর মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বাগেরহাট -২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, রামপালের উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, মরহুম শেখ জলিলের একমাত্র সন্তান রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী। আলোচনা শেষে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংক্ষক মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সহকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে। এরপর তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহম শেখ আব্দুল জলিল ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে, পুত্রবধু, একমাত্র নাতীসহ  অনেক গুণগ্রহী রেখে গেছেন। এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অ্যডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।