শৈলকুপায় ডি.এম কলেজে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০১:১৮:৫৬ পিএম

মাসুদুজ্জামান লিটন, শৈলকুপা (ঝিনাইদহ) : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার ঝিনাইদহের শৈলকূপায় শেখপাড়া দুখী মাহমুদ (ডিএম) কলেজে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মৎস্য ও  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহ -১ শৈলকুপা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলার আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সরোয়ার জাহান বাদশা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, আশফাক মাহমুদ জন, ত্রিবেণী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান রেন্টু, কলেজ ছাত্রলীগের পিকুল, সুজনসহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং, ঢাবিসহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস, আরশি, মাহমুদা, অহণ নন্দী রিংকি, সাদিয়া সুলতানা ইমু, সোহানুর রহমান, আহমদ আবদুল্লাহ , আসমাউল হুসনা, দীপু হোসেন, ফাতেমা খাতুন, জানমিন চৌধুরীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়  । 
সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম লাবলু ও সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ।