নিজস্ব প্রতিবেদক : যশোর রেলগেট এলাকার ইট-বালি ব্যবসায়ী বিল্লাল খা অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক আব্দুস সাত্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দিয়েছেন। সাত্তার রেলগেট পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ সরদারের ছেলে ও ভাই রবের বাড়ির বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, বিল্লাল খার সাথে আসামিদের ইট-বালি ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫ মার্চ সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে গফ্ফারের চায়ের দোকানের সামনে আসেন। এ সময় আসামি আব্দুর সাত্তার, শাওনসহ কয়েকজন একটি মাইক্রোবাসে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা বিল্লাল খার চোখ বেঁধে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তার মোবাইল ফোন দিয়ে মেয়ের কাছে মুক্তিপণ দাবি করে। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপণ গ্রহণ করে গোপালগঞ্জ শহরে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। এরপর বিল্লাল খা বাড়ি ফিলে সকলে ঘটনা জানিয়ে সাত্তার, শাওনসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগে ভিত্তিতে সাত্তারকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।